ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এএফসি অনুর্ধ ১৬ ফুটবলে আমিরাত ৬-২ গোলে পরাজিত

চূড়ান্ত পর্বে সৌদি আরব

প্রকাশিত: ০৫:৫৭, ২১ সেপ্টেম্বর ২০১৫

চূড়ান্ত পর্বে সৌদি আরব

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ ১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে সৌদি আরব। বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে এই কৃতিত্ব দেখিয়েছে সৌদিরা। রবিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরব ৬-২ গোলে পরাজিত করে সংযুক্ত আরব আমিরাতকে। বিজয়ী দলের হয়ে হ্যাটট্রিক করেন আলবাদান হামাদ। এর ফলে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে মূলপর্বে খেলবে সৌদি আরব। এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৫-১ গোলে হারিয়েছিল তারা। গ্রুপে দ্বিতীয় হওয়া আরব আমিরাত ৬-১ গোলে হারায় বাংলাদেশকে। গ্রুপের আরেক দল পাকিস্তান আগেই নাম প্রত্যাহার করে নেয়। সৌদি আরব ও আরব আমিরাত নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় গ্রুপের শেষ ম্যাচটি রূপ নেয় ফাইনালে। এতে একতরফা খেলে জয় তুলে নেয় সৌদি আরব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে বিজয়ী দল। তবে খেলার ধারার বিপরীতি এগিয়ে যায় আরব আমিরাতই। পঞ্চম মিনিটে দলটির হয়ে গোল করেন আলী সালেহ। তিন মিনিট পরই সমতা ফেরায় সৌদি আরব। হেডে গোল করেন আলী আলসাইকি। ১৬ মিনিটে আলাবাদান হামাদের গোলে এগিয়ে যায় সৌদি। তিন মিনিট পর ধারি এ্যালানজির গোলে ব্যবধান হয় ৩-১। বিরতির পর ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আরব আমিরাতকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন অধিনায়ক মাজিদ রশিদ। এরপরই অবশ্য সব প্রতিরোধ ভেঙ্গে যায় আমিরাতের। ৫৭ মিনিট হামাদ সৌদিকে ৪-২ গোলে এগিয়ে নেন। ৬০ মিনিটে ব্যবধান ৫-২ করেন ডিফেন্ডার আলমাস নাইফ। আলবাদান হামাদ হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৭২ মিনিটে। সেই সঙ্গে সৌদি আরবের জয় নিশ্চিত হয় ৬-২ গোলে।
×