ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১৬৫ কোটি টাকায় ভারতে ওষুধ তৈরি দুই শাখা বিক্রি

প্রকাশিত: ০৫:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৫

১৬৫ কোটি টাকায় ভারতে ওষুধ তৈরি দুই শাখা বিক্রি

ভারতে স্নায়ুর ওষুধ তৈরির দুটি শাখা সোলাস এবং সোলাস কেয়ার বিক্রি করছে সান ফার্মা। দুটিই আগে ছিল র‌্যানব্যাক্সির হাতে। শনিবার সংস্থা জানিয়েছে, ১৬৫ কোটি টাকায় ব্যবসা দুটি স্ট্রাইডস অ্যাক্রোল্যাবকে বিক্রির জন্য চুক্তি করেছে তারা। গত বছরই র‌্যানব্যাক্সিকে কিনেছে সান ফার্মা। তার পর থেকেই ব্যবসা ঢেলে সাজাতে উদ্যোগী হয়েছে ওষুধ সংস্থাটি। তারই অঙ্গ হিসেবে স্ট্রাইডসকে কম মুনাফার এই দুটি শাখা বিক্রির সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থা-কর্তা অভয় গাঁধী। তিনি বলেন, সোলাস ও সোলাস কেয়ারের কর্মীরাও এখন থেকে স্ট্রাইডসের হয়েই কাজ করবেন। এই অধিগ্রহণ দেশে স্নায়ুর ওষুধের বাজারে তাদের দখল বাড়াবে বলে আশা করছে স্ট্রাইডস। -অর্থনৈতিক রিপোর্টার
×