ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নতুন টাকার নোট

খোলাবাজারে বিক্রি ঠেকাতে বায়োমেট্রিক মেশিন চালু

প্রকাশিত: ০৫:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৫

খোলাবাজারে বিক্রি ঠেকাতে বায়োমেট্রিক মেশিন চালু

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিবছর ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আযহা উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোটের বিপুল চাহিদা থাকে। বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট বিতরণ করা হয়। কিন্তু বিভিন্নভাবে এই নোট সংগ্রহ করে খোলাবাজারে বিক্রি করে একটি চক্র। এবার এই চক্র ঠেকাতে একজন গ্রাহক যেন বারবার নতুন টাকা নিতে না পারে এজন্য বায়োমেট্রিক মেশিন চালু করেছে বাংলাদেশ ব্যাংক। সূত্র জানায়, প্রতি ঈদ ও অন্যান্য মৌসুমে বাংলাদেশ ব্যাংক হাজার হাজার কোটি টাকার নতুন নোট বাজারে সরবরাহ করে থাকে। এবারও ঈদ-উল-আযহা সামনে রেখে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক। এই নোট শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক কর্তৃক পূর্বনির্ধারিত কাউন্টার ও বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে গ্রাহকদের পাওয়ার কথা। কিন্তু ঘটনা উল্টো। ব্যাংকে এসে গ্রাহকরা লাইনে দাঁড়িয়েও টাকা পান না। রবিবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকসহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনপ্রতি নির্ধারিত পরিমাণের নতুন নোট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। কিন্তু নতুন নোট বিনিময়কালে দেখা যায় একই ব্যক্তি বারংবার লাইনে দাঁড়িয়ে তার জন্য নির্ধারিত নতুন নোটের অধিক পরিমাণ নোট গ্রহণ করে থাকে। এর ফলে অনেকেই নতুন নোট প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। নতুন নোটের সুষম বণ্টন নিশ্চিতকল্পে এবং নতুন নোট প্রত্যাশী প্রত্যেকে যাতে নির্বিঘেœ এবং সুশৃঙ্খলভাবে নোট গ্রহণ করতে পারে সে উদ্দেশে আসন্ন ঈদ-উল-আযহা, ২০১৫ উপলক্ষে বাংলাদেশ ব্যাংক মতিঝিল অফিসে নোট গ্রহীতাদের শনাক্তকরণের জন্য বায়োমেট্রিক মেশিন স্থাপন করা হয়েছে। এ মেশিনের মাধ্যমে নোট গ্রহীতার আঙ্গুলের ছাপ এবং ছবি গ্রহণ করা হয়। কেউ একাধিকবার নোট গ্রহণ করতে এলে মেশিনটি সয়ংক্রিয়ভাবে ইতোপূর্বে গৃহীত তার আঙ্গুলের ছাপের মাধ্যমে তাকে চিহ্নিত করে থাকে এবং তিনি আর দ্বিতীয়বার নতুন নোট গ্রহণ করতে পারেন না। এর ফলে মতিঝিল অফিসে নতুন নোট বিনিময়ে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে। গতকাল গবর্নর ড. আতিউর রহমান এবং ডেপুটি গবর্নর নাজনীন সুলতানা মতিঝিল অফিসের ক্যাশ বিভাগে ডিজিটাল পদ্ধতিতে নতুন নোট বিতরণ প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন এবং নোট গ্রহীতাদের সঙ্গে আলাপ করেন। নোট গ্রহীতাগণ এ বিষয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
×