ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মানহানি মামলা নড়াইল আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন নঈম নিজাম

প্রকাশিত: ০৫:৩৫, ২১ সেপ্টেম্বর ২০১৫

মানহানি মামলা নড়াইল আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন নঈম নিজাম

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ২০ সেপ্টেম্বর ॥ মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম নড়াইলের একটি আদালতে আত্মসমর্পণ করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তার আইনজীবী। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকারিয়া উভয়পক্ষের শুনানি শেষে নঈম নিজামের জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২৬ অক্টোবর। তবে তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল উদ্দিন হাজিরা দেননি। নঈম নিজামের হাজিরা উপলক্ষে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। জামিনের পর এক প্রতিক্রিয়ায় নঈম নিজাম সাংবাদিকদের বলেন, একটি মামলায় আমাকে আসামি করা হলো। আমি আদালতের প্রতি সম্মান জানিয়ে নড়াইল এসে জামিন নিয়েছি। আমি আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু পুলিশ মাত্র ৪ কার্যদিবসে কি করে একটি চার্জশীট প্রস্তুত করল? ঘটনাস্থল সারা বাংলাদেশে। সারা বাংলাদেশের একটি ঘটনা নড়াইলে প্রমাণ হওয়ার বিষয় ছিল না। আমি মনে করি এই ধরনের হয়রানিমূলক মামলা বাংলাদেশের মিডিয়াকে দমিয়ে রাখার চেষ্টা কোনভাবেই ঠিক হবে না। এ সময় বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক অশোক চৌধুরী, এসএ টিভির এ্যাসাইনমেন্ট এডিটর ওয়াহিদ মিল্টন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকীসহ নড়াইল ও যশোর প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
×