ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পচা-বাসি খাবার

হাজী ক্যাম্পের সামনে হোটেল মালিককে জরিমানা

প্রকাশিত: ০৭:৫৬, ২০ সেপ্টেম্বর ২০১৫

হাজী ক্যাম্পের সামনে হোটেল মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর এয়ারপোর্ট আশকোনা রোডের হাজী ক্যাম্পের সামনে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পচা ও বাসি মাছ বিক্রির অভিযোগে একটি হোটেলের মালিককে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ‘এসো কিছু খাই রেস্টুরেন্ট এ্যান্ড খাবাব ঘর’ নামের ওই হোটেলে শনিবার সকালে এ অভিযান চালায় র‌্যাব-১। এর পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ আহমেদ ১০ হাজার টাকা জরিমানা করেন। র‌্যাব-১-এর ডিএডি মোঃ ওয়াহিদুজ্জামান জনকণ্ঠকে জানান, হোটেলটিতে রান্নাঘরে অস্বাস্থ্যকর গন্ধময় পরিবেশে এবং পচা তেল, মসলা ও মাছ দিয়ে খাবার তৈরি করা হচ্ছিল। এ জন্য হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেশী মুরগির নাম করে পাকিস্তানী মুরগি বিক্রি করার অপরাধে একটি মুরগির দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
×