ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে কাল থেকে

প্রকাশিত: ০৭:৫৪, ২০ সেপ্টেম্বর ২০১৫

শিমুলিয়া-কাওড়াকান্দি  রুটে ফেরি  চলাচল স্বাভাবিক  হবে কাল থেকে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী ২১ তারিখ থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে। সব কয়টি ফেরিতে যাত্রীরা নির্বিঘেœ পারাপার হতে পারবে। আসন্ন ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছাতে দক্ষিণঅঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার শিমুলিয়ায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যাত্রীদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে শিমুলিয়া ঘাটে বসানো হয়েছে সিসি টিভি। তিনি শনিবার দুপুরে শিমুলিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের যোগাযোগের গুরুত্বপূর্ণ এ রুটে ঈদে ঘরমুখো মানুষের পারাপারে যাতে কোন বিঘœ সৃষ্টি না হয় সেজন্য নৌ চ্যানেলে ড্রেজিং অব্যাহত রয়েছে। সোমবারের মধ্যে ড্রেজিং চ্যানেল পুরোপুরি খুলে দেয়া হবে। তখন আর ফেরি পারাপারে কোন প্রকার সমস্যা হবে না। তাই ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘেœই বাড়ি ফিরতে পারবে। মন্ত্রী বলেন, এই নৌরুটে বর্তমানে ফেরি চলাচল করছে দুইটি চ্যানেল দিয়ে ওয়ানওয়ে পদ্ধতিতে। এর মধ্যে পালেরচর-মাঝিকান্দি চ্যানেল দিয়ে যানবাহন নিয়ে ফেরি যাচ্ছে কাওড়াকান্দি ঘাটে। অপরদিকে লৌহজং-হাজরা চ্যানেল দিয়ে ফেরি আসছে শিমুলিয়া ঘাটে। বর্তমানে ৩টি রো-রো ফেরি, ৫টি কে-টাইপ ফেরি ও ২টি ডাম্প নিয়ে মোট ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ সময় মন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এএসএম মাহফুজুল হক নুরুজ্জামান শিমুলিয়া ঘাট পরিদর্শন করেন। ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা দেখতে তিনি শিমুলিয়ায় আসেন। যাত্রীদের নিরাপত্তায় ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরা ব্যবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
×