ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আল আমীনের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ান

প্রকাশিত: ০৫:৩৩, ২০ সেপ্টেম্বর ২০১৫

হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত আল আমীনের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ান

স্টাফ রিপোর্টার ॥ দ্বাদশ শ্রেণীর ছাত্র মোঃ আল আমীনের চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি হেপাটাইটিস ‘বি’ ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, এটি লিভার প্রদাহজনিত রোগ। চিকিৎসা খুব ব্যয়বহুল। বাঁচিয়ে রাখতে হলে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসা করানোর বিকল্প নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু রোগীর বাবা-মার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। রাজবাড়ীর পাংশা থানার চরদুর্লভদিয়া গ্রামে তাঁর বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। তাঁর পিতা লতিফ ম-ল একজন দিনমজুর। চিকিৎসার পেছনে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ রয়েছে। এমতাবস্থায়, আল আমীনের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তাঁর অসহায় বাবা-মা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৭৮৯৮১৫২৯৬। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-লতিফ ম-ল, অগ্রণী ব্যাংক লিঃ, পাংশা শাখা, রাজবাড়ী, হিসাব নং -০২০০০০৫১১৩৬১৭। বিকাশ নং-০১৮৬৭৭৫৪৮৮৫। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার বহন করবে না।
×