ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৯০ কোটি ডলার জরিমানা জেনারেল মোটরসের

প্রকাশিত: ০৪:২৫, ২০ সেপ্টেম্বর ২০১৫

৯০ কোটি ডলার জরিমানা জেনারেল মোটরসের

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ৯০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২৪ জনের মৃত্যুর জন্য দায়ী ডেট্রয়েটভিত্তিক এ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের গাড়ি। যান্ত্রিক ত্রুটির জন্য এর আগে অনেক গাড়ি বাজার থেকে তুলে নিয়েছে জেনারেল মোটরস। তবে সুইচে যান্ত্রিক ত্রুটি পাওয়ায় গেল বছর থেকেই নানা সমালোচনার মুখে পড়ে জিএম।- অর্থনৈতিক রিপোর্টার ৫০ ডলারের ট্যাব আনল এ্যামাজান মাত্র ৫০ ডলার মূল্যের ট্যাব বাজারে আনল অনলাইন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান এ্যামাজান ডট কম। গ্রাহকদের আকৃষ্ট করতেই সুলভ মূল্যে ট্যাবলেট বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। নতুন এ ট্যাবলেটে এ্যামাজানের নতুন এবং আপগ্রেডেড ডিভাইস রয়েছে। এছাড়া, ৭ ইঞ্চি স্ক্রিনের এ ট্যাবলেটে রয়েছে ফ্রন্ট-ব্যাক ক্যামেরা। ৩০ সেপ্টেম্বর থেকে ডিভাইসটির শিপমেন্ট শুরু হবে। এ ঘোষণার পর এ্যামাজানের শেয়ারের দাম বেড়েছে। এছাড়া, এইচডি ট্যাবলেট এবং টিভি গ্যাজেটও বাজারে ছাড়বে এ্যামাজান। ফায়ার টিভি সেটবক্সের দাম ধরা হয়েছে প্রায় ১০০ ডলার।- অর্থনৈতিক রিপোর্টার
×