ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালে ২১০ ভরি সোনাসহ আটক দুই

প্রকাশিত: ০৭:৫৫, ১৯ সেপ্টেম্বর ২০১৫

শাহজালালে ২১০ ভরি সোনাসহ  আটক দুই

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১০ ভরি সোনাসহ দুই যাত্রীকে আটক করেছে এপিবিএন। বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাদের আটক করা হয়। আটক দুই যাত্রী হলেনÑ কুমিল্লার বুড়িচংয়ের আবু ইউসুফ আলী (৩১) ও মাসুদ মিয়া (৩৮)। পুুলিশের অভিযোগ, এক কাস্টমস সুপার বিশেষ প্রটোকল দিয়ে ওই দুই যাত্রীকে গ্রীন চ্যানেল দিয়ে বাইরে নিয়ে যান। তাদের ক্যানপির কাছে রেখে তিনি কাস্টমস হলে চলে আসার পর পরই টহলরত এপিবিএন সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কথাবার্তা ও আচরণে সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে নিয়ে অফিসে এনে লাগেজ ও হাতব্যাগ তল্লাশি চালিয়ে সোনা উদ্ধার করে। এপিবিএনের এএসপি তানজিনা আকতার ইভা জানান, আটক দুজনই দুবাই ফেরত এয়ার এশিয়ার একে-৭১ ফ্লাইটের যাত্রী। ভরি হিসেবে ২১০ ভরি সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৫ লাখ টাকা। এদিকে কাস্টমস সুপার কিভাবে এই দুই যাত্রীকে প্রটোকল দিয়ে গ্রীন চ্যানেল পার করেছে সেটা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
×