ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বেতন-বোনাস দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৭:৪৭, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বেতন-বোনাস দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৮ সেপ্টেম্বর ॥ গাজীপুরের শ্রীপুরে বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে শুক্রবার এক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় সোয়া ঘণ্টা অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আন্দোলনরত শ্রমিকরা ও এলাকাবাসী জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকার প্যারাডাইজ স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকেরা গত কিছুদিন ধরে কর্তৃপক্ষের কাছে সেপ্টেম্বর মাসের বেতন ও ঈদ বোনাসের দাবি জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে না নিয়ে উল্টো ঈদের ছুটিতে কারখানা খোলা রাখার ঘোষণা দেয় শুক্রবার। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। কারখানার মহাব্যবস্থাপক আবুল বাশার জানান, শ্রমিকদেরকে সেপ্টেম্বরের বেতন দেয়া হবে মাস শেষে। ঈদে কারখানা খোলা রাখা হবে ও ছুটির সাড়ে তিনদিনের বেতন দেয়া হবেÑ এসব বিষয় নিয়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতা করার কার্যক্রম চালানো হয়েছে। না’গঞ্জে মিছিল-সমাবেশ ॥ নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ থেকে জানান, ঈদের আগে শ্রমিকদের সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন ও পূর্ণ বোনাসের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিক সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম।
×