ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে এমপি জাহির ও সিলেটের ডিআইজিকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৫

হবিগঞ্জে এমপি জাহির ও  সিলেটের ডিআইজিকে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ সেপ্টেম্বর ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও (সদর-লাখাই) আসন-৩-এর এমপি এ্যাডভোকেট আবু জাহির এবং সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার রাতে জেলার বানিয়াচঙ্গ উপজেলাধীন শাহপুর গ্রামের বাসিন্দা জনৈক মতিউর রহমানের পুত্র বুরহান উদ্দিন (২৪) ও আজমিরীগঞ্জ উপজেলাধীন জলসুখা গ্রামের আব্দুল হান্নানের পুত্র মিজানুর রহমান (২৪)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তার আগে এমপি জাহিরকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তার একান্ত সচিব সুদীপ চন্দ্র রায় একই রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন। তন্মধ্যে বুরহান বর্তমানে হবিগঞ্জ শহরের খোয়াই মুখ এলাকায় বসবাস করে কালীবাড়ী এলাকায় ব্যবসা করছেন বলে পুলিশ জানিয়েছে। এমপি জাহিরের একান্ত সচিব সুদীপ জানায়, গত ২০ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার কয়েকটি নাম্বার থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে এমপিকে হত্যার হুমকি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ১৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে এবং ১ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩৪ মিনিটে হত্যার হুমকি দেয়া হয়। এতে ইংরেজী ভাষা ব্যবহার করে বলা হয়, আগামীকাল ভোর ৫টার মধ্যে এমপি জাহিরের মৃত্যু হবে। ভোরের নামাজই শেষ নামাজ। এমনকি মন্ত্রী হবারও টাইম পাওয়া যাবে না। কাফনের কাপড় সঙ্গে রাখার জন্যও বলা হয়। এদিকে পুলিশ সূত্র জানায়, কে বা কারা সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএমকেও এসএমএসের মাধ্যমে মোবাইলে হত্যার হুমকি দেয়া হয়।
×