ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নৌ দুর্ঘটনা শূন্যের কোটায় নামানো হবে ॥ নৌ-মন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৫

নৌ দুর্ঘটনা শূন্যের কোটায় নামানো হবে ॥ নৌ-মন্ত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নৌমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে নৌ-দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। আগামীতে নৌ দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। এজন্য সবধরনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। মন্ত্রী অতীতের উপমা টেনে বলেন, ২০০৪ সালে যেখানে ৩১টি নৌ দুর্ঘটনা ঘটেছে, সেখানে ২০১৫ সালে এখন পর্যন্ত মাত্র দুটি দুর্ঘটনা ঘটেছে। এবার ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদে ঘরে ফেরার জন্য আগের চেয়ে বাড়তি দু’দিন তারা তদারকি করবেন। শুক্রবার দুপুরে বরিশাল নৌ-বন্দর পরিদর্শনকালে মন্ত্রী আরও বলেন, আমি নৌ-মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এবারের ঈদ নিয়ে ১৪টি ঈদ পাড় করেছি। এর মধ্যে ২০০৯ এবং ২০১৪ সালে মাত্র দুটি নৌ-দুর্ঘটনা ঘটেছে। যেখানে ২০০৪ সালে বিএনপির শাসনামলে ৩১টি দুর্ঘটনা ঘটেছিল। নদীপথে নিরাপত্তা জোরদার ও তদারকির কারণেই নৌ-দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হয়েছে। নদী পথে দুর্ঘটনা এড়াতে ইতোমধ্যে নৌ-পুলিশ তৈরি করা হয়েছে। তাদের আরও আধুনিকায়ন করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ বিআইডব্লিউটিএ এবং বিঅইডব্লিটিসির উর্ধতন কর্মকর্তারা।
×