ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পার্বতীপুরে রেলের সম্পত্তি দখল চলছেই

প্রকাশিত: ০৫:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০১৫

পার্বতীপুরে রেলের  সম্পত্তি দখল চলছেই

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর, ১৮ সেপ্টেম্বর ॥ পার্বতীপুরে রেলের সম্পত্তি দখলের চলছে। দখল হচ্ছে স্থানীয় প্রভাব, পেশীশক্তি ও বিভিন্ন ব্যানারে। রেলের সম্পত্তি তত্ত্বাবধানের জন্য স্টেট ডিপাটমেন্ট, রেল কাচারীসহ নানা দপ্তর থাকলেও এগুলো ঠুঁটো জগন্নাথ। শুধু চোখে দেখা, ঘোরাফেরা ও বড়জোর সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দায়ের ছাড়া তাদের কোন কাজ নেই । নাম প্রকাশে অনুচ্ছিক রেলের কতিপয় দায়িত্ব¡শীল কর্মকর্তা জানিয়েছেন, এভাবে লাগামহীন অবস্থায় চলাটা খারাপ। যেভাবে চলছে তাতে কদিন পরে রেলের সম্পত্তি খুঁজে পাওয়া কষ্টকর হয়ে পড়বে। পার্বতীপুর রেল কাচারীর ফিল্ড কানুনগো মনোয়ারুল ইসলাম উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম শুক্রবার জানান, সকল অবৈধ নির্মাণের ব্যাপারে জিআরপি থানায় মামলা ও সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে। তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নেই। ভূমিগ্রাসীরা সংঘবদ্ধ। বাধা দিলে লাঞ্ছিত করার হুমকি দেয় ।
×