ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ সুদানে ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫

দক্ষিণ সুদানে ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬

দক্ষিণ সুদানের মারিদি শহরের কাছে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৭৬ জন হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন। বুধবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তেলের ট্যাঙ্কারটি রাজধানী জুবা থেকে পশ্চিমাঞ্চলীয় ইকুয়াতরিয়া যাচ্ছিল। খবর এফপপির। রাজধানী থেকে প্রায় আড়াই শ’ কিলোমিটার দূরের ছোট শহর মারিদিতে ওই বিস্ফোরণ ঘটে। কর্মকর্তারা জানান, ট্যাঙ্কারটির চালক নিয়ন্ত্রণ হারানোর পর ট্যাঙ্কার থেকে স্থানীয় লোকজন তেল সংগ্রহ করছিলেন। এ সময় বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রেডক্রস ও জাতিসংঘের সহায়তা চেয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় অফিসের এক সিনিয়র কর্মকর্তা জন ইজকিয়া দক্ষিণ সুদানের আই রেডিওকে জানান, মারিদিতে আমাদের অবস্থা ভাল না। নিহতের সংখ্যা আরও বেড়েছে। মারিদিতে স্থানীয় সরকারের পরিচালক জন সাকি সংবাদমাধ্যম গুরটংকে জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
×