ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেতাজী বিষয়ে ৬৪ গোপন নথি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫

নেতাজী বিষয়ে ৬৪ গোপন নথি প্রকাশ করল পশ্চিমবঙ্গ সরকার

ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা নেতাজী সুভাষ চন্দ্র বসুর বিষয়ে শুক্রবার ৬৪টি গোপন নথি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথমে নেতাজীর পরিবারের কাছে ওই নথিগুলো হস্তান্তর করা হয়। পরে তা কলকাতার পুলিশ জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার ও আজকালের। পশ্চিমবঙ্গের মানিকতলায় কলকাতা পুলিশ মিউজিয়ামে নথির ডিজিটাল কপির সিডি প্রকাশ করেন পুলিশ কমিশনার সুরজিৎ করপুরকায়স্থ। সকাল সাড়ে দশটায় নেতাজীর পরিবারের হাতে সেই সিডি তুলে দেয়া হয়। পাশাপাশি সংবাদমাধ্যমকেও দেয়া হয় ওই সিডি। ১২ হাজার ৭শ’ ৪৪ পাতার এই নথি রাখা থাকবে কলকাতার পুলিশ মিউজিয়ামে। সোমবার থেকে সেগুলো দেখতে পাবেন সাধারণ মানুষ। বলা হয়ে থাকে, ১৯৪৫ সালের ১৮ আগস্ট তাইওয়ানের তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন নেতাজী। তার আট মাস পর পশ্চিমবঙ্গে দাঁড়িয়েই জনসমক্ষে গান্ধীজী বলেছিলেন, তাঁর দৃঢ় বিশ্বাস নেতাজী বেঁচে আছেন। এর চার মাস পর এ বিষয়ে একটি প্রতিবেদনও লেখেন তিনি। ১৯৯৭ সালে প্রকাশিত এক গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা ছিল এই ঘটনার কথা। তাঁর মন নাকি বলে নেতাজী বেঁচে রয়েছেন, এমনটাই বলতেন গান্ধীজী।
×