ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুরকিনা ফাসোয় দ্রুত নির্বাচনের অঙ্গীকার জেনারেল গিলবার্ডের

প্রকাশিত: ০৫:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫

বুরকিনা ফাসোয় দ্রুত নির্বাচনের অঙ্গীকার জেনারেল গিলবার্ডের

বুরকিনা ফাসোর বৃহস্পতিবারের সামরিক অভ্যুত্থানের নেতৃত্বদানকারী এক জেনারেল ‘যত দ্রুত সম্ভব’ নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করেছেন। এ জেনারেল দেশটির ক্ষমতাচ্যুত নেতা ব্লেইস কমপাওরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এদিকে, দেশটিতে সামরিক অভ্যুত্থান ঘটানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গুলিতে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। খবর এএফপির। পশ্চিম আফ্রিকার দেশটিতে প্রেসিডেন্ট ও আইন সভার নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। গত বছর এক সামরিক অভ্যুত্থানে জান্তা নেতা কমপাওর ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথমবারের মতো দেশটিতে আগামী ১১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। বুরকিনা ফাসোর মন্ত্রিপরিষদের বৈঠক চলাকালে এলিট প্রেসিডেন্সিয়াল গার্ডের (আরএসপি) সৈন্যরা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাইকেল কাফান্দো ও প্রধানমন্ত্রী আইজ্যাক জিদাকে আটক করায় বুধবার নতুন করে ক্ষমতার লড়াই শুরু হয়। এ ধরনের পদক্ষেপ দেশটিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। তবে অভ্যুত্থানের নেতা জেনারেল গিলবার্ত দিয়েনদের জোর দিয়ে বলেন, তিনি এখনও চান নির্বাচন হোক। ক্ষমতা নেয়ার কয়েক ঘণ্টা পর জেনারেল গিলবার্ত দিয়েনদের এএফপিকে বলেন, ‘আমাদের ইচ্ছা নিজেদের সুসংগঠিত করে দেশে যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা।’ তবে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করতে অস্বীকৃতি জানান।
×