ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও মহার্ঘ্য ভাতা দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:২৮, ১৯ সেপ্টেম্বর ২০১৫

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ও মহার্ঘ্য ভাতা দাবিতে মানববন্ধন

শুক্রবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ গোলাম সাত্তারের সভাপতিত্বে তেল, গ্যাস, বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, শ্রমিক-কর্মচারীকে ৩০% মহার্ঘ্য ভাতা প্রদান এবং অবাধ ট্রেড ইউনিয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ঘোষণা পাঠ করেন সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন। বক্তব্য রাখেন শ্রমিক নেতা এএএম ফয়েজ হোসেন, মাস্টার মোখলেছুর রহমান, মোঃ সাহাব উদ্দিন, রফিকুল ইসলাম পথিক, কবির আহমেদ মজমুদার, মোঃ জাকির হোসেন, হযরত আলী মোল্লাহ, রাজিয়া বেগম, কামরুন নাহার, লাভলী ইয়াসমিন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×