ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাঙ্গন থেকে বাঁচতে ভোলায় ১০ দিনের কর্মসূচী

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ সেপ্টেম্বর ২০১৫

ভাঙ্গন থেকে বাঁচতে ভোলায় ১০ দিনের কর্মসূচী

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৭ সেপ্টেম্বর ॥ মেঘনার হাত থেকে ইলিশা ও রাজাপুর ইউনিয়নকে রক্ষার দাবিতে ‘ভোলা বাঁচাও’ সংগ্রাম কমিটি ১০ দিনের আন্দলনের কর্মসূচী ঘোষণা করেছে। বৃৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও সংগ্রাম কমিটির আহ্বায়ক সাহেদ আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচী ঘোষণা করেছে। সংবাদ সম্মেলনে সায়েদ আলী বলেন, বর্তমানে ভাঙ্গনের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ায় গ্যাসসমৃদ্ধ দ্বীপজেলা ভোলায় ভাঙ্গনের কবলে পড়ে কোটি কোটি টাকার সম্পদ হুমকির মুখে পড়েছে। তাই জেলার ১৭ লাখ মানুষের সম্পদ ও জীবন রক্ষা করতে ভোলাকে রক্ষায় ১০ কিলোমিটার মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি, বিক্ষোভ মিছিল, ঢাকায় মানববন্ধন, বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ, লিফলেট বিতরণ, দোয়া মোনাজাত, জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থানসহ ১০ দিনের আন্দোলন কর্মসূচীর ঘোষণা করেন। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু মুসরাত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংক হাসপাতালে অপচিকিৎসার শিকার আড়াই মাসের শিশু মুসরাত অবশেষে মৃত্যুর কোলেই ঢলে পড়ল। চিকিৎসা দিতে গিয়ে পুড়িয়ে দেয়া শিশু মুসরাতের চিকিৎসার দায় নিয়েছিল রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল নওদাপাড়া শাখা। তবে বুধবার রাত তিনটার দিকে মারা যায় শিশুটি। মুসরাতের বাবা মিজানুর রহমান জানান, গত ১৪ আগস্ট সন্ধ্যায় শিশুটির চিকিৎসার দায়িত্ব নেয় ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতাল। ওই দিনই ভর্তি করা হয় তাকে। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু বুধবার আবারও অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রাত তিনটার দিকে তার মেয়ে মারা যায়। এ ঘটনার পর চিকিৎসার দায়িত্ব নেয়া হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করবেন বলে জানান তিনি। নড়াইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবকের কারাদ- নিজস্ব সংবাদদাতা, নড়াইল ১৭ সেপ্টেম্বর ॥ নড়াগাতি থানার বড়দিয়া বাজারে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলা নির্বাহী কর্মকতা কামরুল ইসলাম এ দ-াদেশ দেন।
×