ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের নিরাপদ ইন্টারনেট অভিভাবক গাইড বই উন্মোচন

প্রকাশিত: ০৫:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৫

গ্রামীণফোনের নিরাপদ ইন্টারনেট অভিভাবক গাইড বই উন্মোচন

নিরাপদ ইন্টারনেট নিয়ে অভিভাবকদের জন্য গাইড বই উন্মোচন করল গ্রামীণফোন। অভিভাবকরা কিভাবে শিশুদের ইন্টারনেটে নিরাপদ রাখবে সে বিষয়ে যাবতীয় দিক নির্দেশনা দেয়া এই গাইড বইটি প্রকাশ করেছে টেলিনর। বৃহস্পতিবার আজিমপুরের অগ্রণী স্কুল ও কলেজে গাইড বুকটি উন্মোচন করা হয়। এ উন্মোচন অনুষ্ঠান বাবা-মা ও শিশুদের মধ্যে নিরাপদে ইন্টারনেট ব্যবহার সচেতনতা তৈরিতে গ্রামীণফোনের নিয়মিত প্রচেষ্টারই অংশ। গ্রামীণফোন বাংলাদেশে প্রথম নিরাপদ ইন্টারনেট নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে নিরাপদ ইন্টারনেটের ওপর একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল্লাহ আবু সায়ীদ, অগ্রণী স্কুল ও কলেজের অধ্যক্ষ রিয়াজুজ্জামান ভূঁইয়া, ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন স্পেশালিস্ট জামিলা আখতার, ব্র্যাকের কমিউনিকেশনস লিড রনি মির্জা এবং গ্রামীণফোনের কর্পোরেট রেসপন্সিবিলিটির প্রধান দেবাশীষ রায়। গ্রামীণফোনের ডিজিএম পাবলিক রিলেশনস মোঃ হাসান আলোচনা সভাটি সঞ্চালনা করেন। আলোচনা সভায় বক্তারা ইন্টারনেট বিষয়ে বাবা-মা ও শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করেন। এসব রূপরেখার মাধ্যমে শিশুরা ইন্টারনেটের কোন নেতিবাচক দিকে বিভ্রান্ত না হয়ে ইতিবাচকভাবে এর অফুরন্ত ব্যববহার করতে পারবে। গাইড বইটি বাংলা ও ইংরেজী দু’ভাষাতেই প্রকাশ করা হয়েছে। গ্রামীণফোন টার্গেট গ্রুপের মধ্যে গাইড বুকটি বিতরণ করবে। -বিজ্ঞপ্তি
×