ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র লাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:১৬, ১৮ সেপ্টেম্বর ২০১৫

তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র লাবিবকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরের মনিপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর মেধাবী ছাত্র আবু সাদাত মোঃ লাবিব (১০)-এর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সে দুরারোগ্য ‘স্পাইনাল কর্ড টিউমার’ রোগে আক্রান্ত। বর্তমানে সে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা বলেছেন, দেশে এ রোগের চিকিৎসা বিশেষ করে অপারেশন খুবই ঝুঁকিপূর্ণ। অপারেশনের পর রোগীর সুস্থ হওয়ার বিষয়ে গ্যারান্টি দেয়া যাবে না। বিদেশে চিকিৎসা করানো হলে শিশুটির বেঁচে থাকার নিশ্চয়তা রয়েছে। তবে এ রোগের চিকিৎসা খুবই ব্যয়বহুল। চিকিৎসার প্রাথমিক পর্যায়েই প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা দরকার হবে বলে চিকিৎসকরা জানান। কিন্তু শিশুটির মাতা-পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। ময়মনসিংহ সদরের চরপাড়া এলাকায় তাদের বাড়ি। শিশুটি গত ২৭ জুলাই থেকে নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসা করাতে বসবাসের শেষ সম্বল ফ্ল্যাটটিও বিক্রি হয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। বেঁচে থাকার আকুল মিনতি জানিয়েছে শিশু আবু সাদাত। কষ্টে সন্তানের মুখের দিকে তাকাতে পারছেন না মাতা জেবুন্নেসা ও পিতা মাহবুবুর রহমান। একদিকে সন্তানের চিকিৎসা, অন্যদিকে সংসারের ভরণপোষণ নিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। এমতাবস্থায়, শিশু আবু সাদাতের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা ও স্কুলের সহপাঠীরা। শিশুটির চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৯০২৫১৬৯৯। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- একটি সবুজ বাংলা উদ্যোগ, ঢাকা ব্যাংক লিঃ (অন লাইন), হিসাব নং ২২৩-১০০-৯৫৬১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×