ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি সুবিধা পেতে ‘অর্থনৈতিক কূটনীতি’ জোরদারের পরামর্শ

প্রকাশিত: ০৮:১৪, ১৭ সেপ্টেম্বর ২০১৫

বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি সুবিধা পেতে ‘অর্থনৈতিক কূটনীতি’ জোরদারের পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির বাইরেও বহুপাক্ষিক বাণিজ্য চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত হতে ‘অর্থনৈতিক কূটনীতিকে’ জোরদার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এসব চুক্তিতে নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে নেগোসিয়েশনের সক্ষমতা বাড়াতে হবে। এছাড়া শ্রম অধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ, মেধাস্বত্ব আইনের প্রয়োগ, সুশাসনের নিশ্চয়তাসহ আন্তর্জাতিক মান ও চাহিদাকে গুরুত্ব দিতে হবে বলে মত দেন তাঁরা। বুধবার রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তাঁরা এমন মতামত দেন। ‘বাংলাদেশ এ্যান্ড দ্য এমার্জিং প্লুরিলেটেরাল ট্রেডিং এ্যারেঞ্জমেন্ট’ শীর্ষক ওই সেমিনারে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, কূটনীতিক ও অর্থনীতিবিদরা অংশ নেন। বহুপক্ষীয় বাণিজ্য চুক্তির অংশ হিসেবে বক্তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২ দেশের সমন্বয়ে টিপিপি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ) প্রসঙ্গ তোলেন। এই চুক্তির ফলে চুক্তির আওতায় থাকা দেশগুলো আমদানি-রফতানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে। সেমিনারের তিনটি কর্মঅধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। একটি কর্মঅধিবেশনে আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য এ্যাফেয়ার্স ডেভিড মিলি শ্রম আইনের বিধিমালা জারি হওয়ার তথ্যকে উৎসাহব্যাঞ্জক বলে উল্লেখ করেন। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই ইউএসটিআরের (যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর) প্রতিনিধিরা বাংলাদেশ সফর করবেন। তখন এ বিষয়ে আলোচনা হবে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন বলেন, বহুপক্ষীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে হলে বাংলাদেশের বাণিজ্য উদারীকরণ করতে হবে। সেই সঙ্গে বাংলাদেশের পণ্য ও বাজার বহুমুখীকরণ করতে হবে। এ সময় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেনÑ অর্থনীতিবিদ ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম, ড. আহসান এইচ মনসুর, ড. মোস্তাফিজুর রহমান, ড. নাজনীন আহমেদ, মোস্তফা আবিদ খান প্রমুখ।
×