ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পিটিশন খারিজ ॥ ২২৪ শিক্ষার্থীর মেডিক্যালে ভর্তি বৈধ হলো

প্রকাশিত: ০৮:১৩, ১৭ সেপ্টেম্বর ২০১৫

পিটিশন খারিজ ॥ ২২৪ শিক্ষার্থীর মেডিক্যালে ভর্তি বৈধ হলো

স্টাফ রিপোর্টার ॥ সরকার কর্তৃক দায়েরকৃত সিভিল আপীল নং ১৪৭/১৫ এবং সিভিল পিটিশন নং ১১১০/১৫ ও ১১১১/১৫ খারিজ করে দিয়েছেন। এর ফলে বিভিন্ন মেডিক্যাল কলেজের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২২৪ ছাত্রছাত্রীর ভর্তি বৈধ হলো। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট আপীল বিভাগ বুধবার এ আদেশ দিয়েছে। যে সমস্ত মেডিক্যাল কলেজের ছাত্র বৈধ হয়েছে তার মধ্যে রয়েছে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ ঢাকা ৫, ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ গাজীপুর ১৬, ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ ঢাকা ১৯, ইস্টার্ন মেডিক্যাল কলেজ কুমিল্লা ১১, আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ ঢাকা ২০, তায়েরুন্নেসা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ গাজীপুর ১০, টিএমএসএস মেডিক্যাল কলেজ বগুড়া ১২, সিটি মেডিক্যাল কলেজ গাজীপুর ৭, নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ সিরাজগঞ্জ ৯, মুন্নু মেডিক্যাল কলেজ মানিকগঞ্জ ১২, নর্দার্ন প্রাইভেট মেডিক্যাল কলেজ রংপুর ১৩, গাজী মেডিক্যাল কলেজ খুলনা ১০, সাউদার্ন মেডিক্যাল কলেজ চট্টগ্রাম ৭, নাইটিঙ্গেল মেডিক্যাল কলেজ ঢাকা ৬, আশিয়ান মেডিক্যাল কলেজ ঢাকা ৭, প্রাইম মেডিক্যাল কলেজ রংপুর ৬ , সাহাবউদ্দিন মেডিক্যাল কলেজ ঢাকা ১৮, বরেন্দ মেডিক্যাল কলেজ রাজশাহী ১১, কমিউনিটি মেডিক্যাল কলেজ রংপুর ২, মার্কস মেডিক্যাল কলেজ ঢাকা ৮, ব্রাক্ষণবাড়িয়া মেডিক্যাল কলেজ ২, এমএইচ শমরিতা মেডিক্যাল কলেজ ঢাকা ৪, নর্দার্র্ন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ঢাকা ৯ জন।
×