ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আমেরিকায় একাধিক অনুষ্ঠানে গাইলেন ইয়াসমিন মুশতারী

প্রকাশিত: ০৬:২৯, ১৭ সেপ্টেম্বর ২০১৫

আমেরিকায় একাধিক অনুষ্ঠানে গাইলেন ইয়াসমিন মুশতারী

স্টাফ রিপোর্টার ॥ নর্থ আমেরিকার একাধিক অনুষ্ঠানে গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী ইয়াসমিন মুশতারী। নর্থ আমেরিকায় গত ২৯ ও ৩০ আগস্ট বাংলাদেশ একাডেমি অব লস এঞ্জেলস আয়োজিত নজরুল সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি। বৃহৎ এ আয়োজনে সঙ্গীতশিল্পী হিসেবে বাংলাদেশ থেকে ইয়াসমিন মুশতারী ও সুজিত মোস্তফা আমন্ত্রণ পান। সম্প্রতি ১০ দিনের এক সঙ্গীত সফর শেষে ১২ সেপ্টেম্বর দেশে ফিরেছেন শিল্পী ইয়াসমিন মুস্তারী। তিনি জানান, নজরুলের গানের যে গ্রহণযোগ্যতা এখনও রয়েছে, এখনও যে মানুষ নজরুলকে শ্রদ্ধা করে তার বাস্তব প্রমাণ পেলাম এবার আমেরিকা সফরে। আমি গিয়েছি একটি সম্মেলকে কেন্দ্র করে। কিন্তু বিভিন্ন মাধ্যমে আমার আগমন টের পেয়ে অনেকেই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আমি অনেককে বঞ্চিতও করে এসেছি, কারণ আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য গিয়েছিলাম। তিনি বলেন, নর্থ আমেরিকার বার্নসডল গ্যালারি থিয়েটার হলে দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষে নিউইয়র্কের কুইন্সের ক্লাব সনম মিলনায়তনে একটি অনুষ্ঠানে একক গান করি ৩ সেপ্টেম্বর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে নজরুল একাডেমি অব ইউএসএ ইনক। এরপর ৪ আগস্ট নিউইয়র্কের ইয়র্ক কলেজ অডিটরিয়ামে ফোবানা আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে গান করি। পরে একই দিনে নিউসার্জিতে টাইম টিভি নামের একটি বাংলা চ্যানেলে আমার প্রায় দেড় ঘণ্টার নজরুল সঙ্গীতের একটি অনুষ্ঠান রেকর্ড করে। এছাড়া ১ সেপ্টেম্বর সেখানে বাঙালী প্রবাসীদের আয়োজনে একটি অনুষ্ঠানে গান করি। দেশের বাইরে যে নজরুল সঙ্গীতের এত ভক্ত আছে বুঝতে পারিনি।
×