ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

প্রকাশিত: ০৬:২৫, ১৭ সেপ্টেম্বর ২০১৫

সড়ক দুর্ঘটনায় নিহত ছয়

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রংপুরে ৩, ঠাকুরগাঁওয়ে ২ ও সাতক্ষীরায় এক পথচারী নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রংপুর ॥ রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। বুধবার বেলা বারোটার দিকে পীরগঞ্জ উপজেলার আংড়ার ব্রিজ এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে আসা আদর এন্টারপ্রাইজ এবং রংপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহন নামের দুটি বাস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং আহত হয় ২২ জন। আহতদের পীরগঞ্জ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ওই দুই হাসপাতালে মারা যায় আরও দুইজন। নিহত আহতদের নাম জানা যায়নি। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মঞ্জুরুল ইসলাম (৩২) ও জাহানারা বেগম (৫০) নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় পীরগঞ্জের বৈরচুনা ও মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ভুল্লী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতক্ষীরা ॥ আশাশুনিতে মোটর সাইকেলের ধাক্কায় মোমেনা খাতুন (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আবু দাউদ। নিহত মোমেনা খাতুন প্রতাপনগরের গদাইপুর গ্রামের মৃত রউফ খাঁর স্ত্রী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার আশাশুনি-প্রতাপনগর সড়কের কাছারিবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। অকর্দমাক্ত অবস্থায় স্বল্প চাষে ধানের চারা রোপণ শীর্ষক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৬ সেপ্টেম্বর ॥ ‘অকর্দমাক্ত অবস্থায় স্বল্প চাষে ধানের চারা রোপণ’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শুরু হয়েছে। গাজীপুরস্থিত ব্রি মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। ব্রি পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মোঃ শাহজাহান কবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার গ্রেগ উইলকক সম্মানিত অতিথি ছিলেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপচিালক মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম ম-ল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএইউআরইএস পরিচালক অধ্যাপক. ড. লুৎফুল হাসান, অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির অধ্যাপক ড. রিচার্ড ডব্লিউ বেল এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (ইরি) বাংলাদেশ প্রতিনিধি ড. পল ফক্স। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির অধ্যাপক ড. রিচার্ড ডব্লিউ বেল। স্বাগত বক্তব্য রাখেন ব্রি পরিচালক (গবেষণা) ড. মোঃ আনছার আলী। দিনাজপুরে ৫৭ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিজিবি অভিযান চালিয়ে ৫৭ লাখ টাকা মূল্যের ৫৭ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে। দিনাজপুর ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানান, মঙ্গলবার মধ্যরাতে বিরল উপজেলার সীমান্তবর্তী ৩৩০/৬ এস থেকে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঘাগড়াগাছি এলাকায় ২ বিজিবির টহল দল অভিযান চালায়।
×