ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফারাহর আরেকটি কীর্তি

প্রকাশিত: ০৬:১২, ১৭ সেপ্টেম্বর ২০১৫

ফারাহর আরেকটি কীর্তি

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি বেজিংয়ে অনুষ্ঠিত বিশ্বচ্যাম্পিয়নশিপেই নিজের জাত চিনিয়েছেন মোঃ ফারাহ। ৫,০০০ এবং ১০,০০০ ইভেন্টে শিরোপা অক্ষুণœ রেখেছেন বৃটেনের এই দৌড়পাল্লার দৌড়বিদ। পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। গত রবিবার নিউ ক্যাসলে অনুষ্ঠিত গ্রেট নর্থ রান হাফ-ম্যারাথনেও শিরোপা নিজের করে রেখেছেন ৩২ বছর বয়সী এই এ্যাথলেট। এর ফলে তিন দশকেরও বেশি সময় পর বৃটেনের প্রথম এ্যাটথলেট হিসেবে টানা দুইবার এই টুর্নামেন্টের শিরোপা জয়ের রেকর্ড গড়লেন তিনি। তার আগে এই রেকর্ডটি ছিল মাইক ম্যাকলিওডের। ১৯৮১ এবং ৮২ সালে টানা দ্বিতীয়বার এই গ্রেট নর্থ রান হাফ-ম্যারাথন ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। রবিবার এই ইভেন্টে ৫৯ মিনিট এবং ২৩ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে প্রথম হন ফারাহ। তবে কেনিয়ার স্ট্যানলি বিওটসের বিপক্ষে ঘাম ঝরিয়েই জিততে হয়েছে তাকে। যা তিনি ভাবতেই পারেননি। এ বিষয়ে দুইবারের অলিম্পিক এবং পাঁচবার বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনাজয়ী এই ব্রিটিশ এ্যাথলেট বলেন, ‘আমি আসলে তা প্রত্যাশাই করিনি। আমি তো ভেবেছিলাম এটা খুবই সহজ হবে।’ মৌসুমের শেষ মুহূর্তে যে তিনি এত ভালভাবে দৌড়াতে পারবেন তা ফারাহ নিজেও ভাবেননি। যে কারণে এমন পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন ব্রিটিশ এ্যাথলেট। এ বিষয়ে তার অভিমত, ‘মৌসুমের শেষ মুহূর্তে যে এত ভালভাবে দৌড়াতে পারব সেটা আমি নিজেও ভাবিনি। জয় দিয়ে শেষ করতে পারার অনুভূতিটা আসলেই খুব ভাল লাগছে। এটা আসলেই বিস্ময়কর একটি বছর। আমার জন্য এর চেয়ে আর কোনভাবেই ভাল কাটতে পারত না এই বছরটি।’ এর কারণটা তো সবারই জানা। সম্প্রতি শেষ হওয়া বেজিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপেও যে নিজের জাত চিনিয়েছেন তিনি। ইতিহাসের প্রথম এ্যাথলেট হিসেবে টানা তিন আসরে দূরপাল্লার দুটি দৌড় অর্থাৎ ৫ ও ১০ হাজার মিটারে চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়েছেন তিনি। অনন্য ‘ট্রিপল-ডাবল’ জেতার পথে ফারাহর যাত্রা শুরু হয়েছিল ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। সেখানে ৫ ও ১০ হাজার মিটারে সোনা জিতেছিলেন ব্রিটেনের এই এ্যাথলেট। এরপর মস্কোতে ২০১৩ সালের বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও এই দুই ইভেন্টের সোনা জেতেন তিনি। লন্ডন, মস্কোর পর সম্প্রতি বেজিংয়েও একই কৃতিত্ব গড়ে ইতিহাসের পাতায় নাম লেখান এই তারকা। তবে এখানেই থেমে যেতে নারাজ এই দৌড়পাল্লার তারকা দৌড়বিদ। কেননা আগামী বছরেই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে বসবে ক্রীড়া জগতের মহাযজ্ঞ অলিম্পিকের আসর। ব্রিটিশ এই দৌড়বিদের লক্ষ্য এখন শুধুই সেদিকে। লন্ডনের পর রিওতে মেলে ধরতে চান নিজেকে।
×