ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মোফাজ্জল হোসেন সোনালী ব্যাংকের নতুন জিএম

প্রকাশিত: ০৬:০১, ১৭ সেপ্টেম্বর ২০১৫

মোফাজ্জল হোসেন সোনালী ব্যাংকের নতুন জিএম

মোঃ মোফাজ্জল হোসেন জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সম্প্রতি সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে যোগদান করেছেন। এর আগে তিনি জনসংযোগ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সুদীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বিভিন্ন শাখা, কর্পোরেট শাখা, প্রিন্সিপাল অফিস এবং জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা ও সিলেটসহ সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা, সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি আয়কর দিলে সব টাকাই সাদা হয় শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু-এমপি বলেছেন, আয়কর দিলে সব টাকাই সাদা হয়ে যায়। আয়কর না দিলে যতই সৎ উপার্জন হোক না কেন তা কালো হিসেবে গণ্য হয়। জাতীয় আয়কর দিবস উপলক্ষে মঙ্গলবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আরও বলেন, দক্ষিণাঞ্চল উন্নয়ন বঞ্চিত। তবে প্রধানমন্ত্রীর দক্ষিণাঞ্চলের মানুষের প্রতি সুদৃষ্টি আছে বলেই আজকে এ অঞ্চলকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে। এতে করে এ অঞ্চলের মানুষের আয় আরও বৃদ্ধি পাবে।-স্টাফ রিপোর্টার, বরিশাল পোল্ট্রি শিল্পে কর প্রত্যাহারের দাবি পোল্ট্রি শিল্পের ওপর আরোপিত কর প্রত্যাহার না করলে ডিম ও মুরগির দাম বাড়বে ও বাজারে অস্থিরতা তৈরি হবে বলে জানিয়েছেন পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টরা। পোল্ট্রি শিল্পের ওপর আরোপিত কর প্রত্যাহারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন পোল্ট্রি নেতারা। বুধবার রাজধানীর নিকেতনে ‘বাংলাদেশ পোল্ট্রি শিল্প সমন্বয় কমিটির (বিপিআইসিসি) কার্যালয়ে এক সভায় এসব দাবি জানান পোল্ট্রি উদ্যোক্তারা। চলতি অর্থবছর সরকার পোল্ট্রি শিল্পের কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক, অগ্রিম আয়কর ও কাস্টমস ডিউটি আরোপ করে। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিপিআইএ) মহাসচিব ডা. এম এম খান বলেন, বাজেটে এ শিল্পের কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশ বাড়ানো ও ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপ করা হয়েছে। ফলে কাঁচামালের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে।- অর্থনৈতিক রিপোর্টার
×