ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাকে ছুরিকাঘাতে হত্যা আইএস সমর্থক ডেনিস কিশোরীর

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০১৫

মাকে ছুরিকাঘাতে হত্যা আইএস সমর্থক ডেনিস কিশোরীর

ডেনমার্কের ১৫ বছরের এক কিশোরী লিসা বোরচ তার মাকে ২০বার ছুরিকাঘাত করে হত্যা করেছে। ইরাকী বয়ফ্রেন্ডের সঙ্গে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) শিরñেদের ভিডিও দেখার পর সে এই কাজ করে। বয়সে দ্বিগুণ বড় বয়ফ্রেন্ড বখতিয়ার মোহাম্মদ আব্দুল্লাহর (৩৯) সঙ্গে লিসার এক শরণার্থী শিবিরে সাক্ষাত হয়। খবর টেলিগ্রাফের গত বছরের অক্টোবরে দেশটির উত্তরাঞ্চলীয় প্রান্ত জাটল্যান্ডের কভিসেল গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় আইএসের কট্টর সমর্থক লিসা তার মা টিনা রোমার হল্টিগার্ডের উপর হামলা চালায়। ইউটিউবে কয়েক ঘণ্টা ধরে আইএসের হাতে ডেভিড হেইনস ও এ্যালান হেনিংয়ের শিরñেদের ভিডিও দেখার পর সে তার মাকে ২০বার ছুরিকাঘাত করে। মাকে হত্যার পর লিসা পুলিশকে ফোন করে এ খবর জানায়। আদালতকে জানানো হয়, ওই দিন বিকেলে লিসা ও বখতিয়ার ইউটিউবে আইএসের হত্যাকা-ের ভিডিও দেখে। সে পুলিশকে ফোন করে জানায়, আমি আমার মাকে চিৎকার করতে শুনি এবং জানালা দিয়ে দেখি এক শ্বেতাঙ্গ পালিয়ে যাচ্ছে। কিন্তু পুলিশ সেখানে গিয়ে দেখে, লিসা শান্তভাবেই আইফোনে ভিডিও দেখছে। বিচার চলাকালে লিসা দাবি করে, বখতিয়ার তার মাকে খুন করেছে। কিন্তু আদালত প্রমাণ করতে পারেনি কে ছুরিকাঘাত করেছে। তাই আদালত উভয়কে দোষী সাব্যস্ত করেন এবং লিসাকে নয় বছরের কারাদ- দেন। আদালতকে আরও জানানো হয়, লিসাকে এর আগে এক অজ্ঞাত পরিচয় মুসলিম ব্যক্তি চরমপন্থীতে পরিণত করে এবং লিসার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলে সে সুইডেনে চলে যায়। এরপর বাড়ির কাছে এক শরণার্থী শিবিরে লিসার সঙ্গে আব্দুল্লাহর সঙ্গে পরিচয় হয়।
×