ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আনোয়ারউল্লাহর নামে ট্রাস্ট ফান্ড বাতিল করল ঢাবি কর্তৃপক্ষ

প্রকাশিত: ০৮:৩০, ১৬ সেপ্টেম্বর ২০১৫

আনোয়ারউল্লাহর  নামে ট্রাস্ট ফান্ড  বাতিল করল ঢাবি কর্তৃপক্ষ

বিডিনিউজ ॥ সাবেক ভিসি আনোয়ারউল্লাহর নামে ট্রাস্ট ফান্ড বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয় বলে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক জানিয়েছেন। সিন্ডিকেট সভায় সদস্য বিষয়টি তুললে সবাই সাবেক ভিসির নামে ট্রাস্ট গঠনের বিরোধিতা করেন। পরে ট্রাস্ট ফান্ডটি বাতিল করা হয়। শামসুন নাহার হলে ছাত্রী নির্যাতনের পর আন্দোলনের মুখে ১৩ বছর আগে পদত্যাগী উপাচার্য আনোয়ারউল্লাহর নামে ট্রাস্ট ফান্ড গঠনের সংবাদ প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই সময়ের ছাত্ররা। ওই ঘটনার স্মরণে প্রতি বছর ২৩ জুলাইকে ‘শামসুন নাহার হল নির্যাতন দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। শামসুন নাহার হলে নির্যাতনের ঘটনার ১৩ বছর পূর্তিতে এসে পদত্যাগী সেই উপাচার্যের নামেই গত ৫ আগস্ট ট্রাস্ট ফান্ড গঠন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৫ আগাস্ট ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বার্তায়’ প্রতিবেদনটি প্রকাশিত হয়।
×