ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিঙ্গাপুর থেকে মন্ত্রী মহসিন আলীর লাশ এসেছে দেশে

প্রকাশিত: ০৮:২১, ১৬ সেপ্টেম্বর ২০১৫

সিঙ্গাপুর থেকে মন্ত্রী মহসিন  আলীর লাশ এসেছে দেশে

বিডিনিউজ ॥ সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর লাশ সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে, বুধবার মৌলভীবাজারে তার দাফন হবে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কফিন আসে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বিডিনিউজ টোয়েন্টিফোর//// ডটকমকে বলেন, বিমানবন্দর থেকে কফিন সরাসরি নেয়া হয় মিন্টো রোডে প্রয়াত মন্ত্রীর সরকারী বাড়িতে। রাতে কফিন রাখা হবে বারডেম হাসপাতালে। বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে লাশ নেয়া হবে সবার শ্রদ্ধা জানানোর জন্য। সংসদ ভবন প্রাঙ্গণে জানাজার পর লাশ নেয়া হবে মৌলভীবাজারে। সেখানে হযরত শাহ মোস্তফা (রহ) মাজার কবরস্থানে তাকে দাফন করা হবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মারা যান আওয়ামী লীগ নেতা মহসিন আলী। তার বয়স হয়েছিল ৬৬ বছর। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় গত ৩ সেপ্টেম্বর তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় ৫ সেপ্টেম্বর তাকে নেয়া হয় সিঙ্গাপুর। তিন মেয়ের বাবা সৈয়দ মহসিন আলী বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে একাধিকবার সংবাদের শিরোনামে আসেন। সাংবাদিকদের নিয়ে মন্তব্যের কারণেও বিভিন্ন সময়ে তাকে সমালোচিত হতে হয়।
×