ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত ‘এ’ দলের সিরিজ শুরু

প্রকাশিত: ০৫:৩৪, ১৬ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ-ভারত ‘এ’ দলের সিরিজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরে গিয়ে আজ প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটি ভারত ‘এ’ দলের বিপক্ষে খেলবে। একদিনের এ ম্যাচটি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার দ্বিতীয় ও রবিবার তৃতীয় ও সিরিজের শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের একদিনের সিরিজ শেষে ২২ সেপ্টেম্বর মহিশুরে কর্ণাটকের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ খেলে ২৭ সেপ্টেম্বর থেকে আবার ভারত ‘এ’ দলের বিপক্ষে একটি তিনদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। সেই সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের ভারত সফরও শেষ হবে। এ সফরে প্রতি ম্যাচই জিততে চান বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল হক। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘আমরা সবাই চাচ্ছি সব ম্যাচ জিততে। আমার দলের সবাই পরিপক্ব ক্রিকেটার। অধিকাংশ ক্রিকেটার জাতীয় দলের। টিম হিসেবেও খুব ভাল। সব মিলিয়ে ভাল খেলতে পারব।’ উন্মুক্ত চাঁদের নেতৃত্বাধীন একদিনের সিরিজের ‘এ’ দলটিতে ভারতের জাতীয় দলে খেলা ক্রিকেটারদের মধ্যে নির্ভরযোগ্য সুরেশ রায়না আছেন। যেই থাকুক ভারত ‘এ’ দলে মুমিনুল চাপ মনে করছেন না, ‘না এটা চাপ কাজ করছে না। এই লেভেলের ক্রিকেটে এই চাপ অবশ্যই থাকবে। আর যদি এই চাপ নেয়ার ক্ষমতা না থাকে, তাহলে ক্রিকেট না খেলাই ভাল। এটা কোন গলির খেলা না। জাতীয় দলের খেলা ও ‘এ’ দলের খেলা। সামান্য চাপ থাকবেই। আমাদের যেই জয়ের অভ্যাস তৈরি হয়েছে, তা ধরে রাখতে হবে। আর আমরা এই জিনিসটা হারাতেও চাইব না। আমরা এই চিন্তা মাথায় নিয়ে খেলতে যাব।’ ভারত ‘এ’ দল ও কর্ণাটক দলটি যদি শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশ ‘এ’ দলটিও কম শক্তিশালী নয়। শুধু সাকলায়েন সজিব ছাড়া বাকি ১৪ ক্রিকেটারই জাতীয় দলে খেলেছেন। মুমিনুল হক, নাসির হোসেন, এনামুল হক বিজয়, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান রুম্মন, সৌম্য সরকার, আরাফাত সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, শুভগত হোম চৌধুরী, জুবায়ের হোসেন জাতীয় দলে খেলেছেন। কোন কিছু নিয়েই ভাবতে চান না মুমিনুল। খেলা উপভোগ করতে চান। বলেছেন, ‘এখন খেলা উপভোগ করব, খেলাটা ভাল করে খেলার চেষ্টা করব, পারফর্ম করব, এতটুকুই। আমরা সবাই চাচ্ছি সব ম্যাচ জিততে। কোচও চাচ্ছে, আমিও চাচ্ছি, সবাই চাচ্ছি। এর আগে আমরা জাতীয় দল চারটি সিরিজ জিতেছি। এখনও আমাদের সেই প্রত্যাশা আছে। আমরা ওখানেও সিরিজ জেতব ও ভাল ক্রিকেট খেলব। আমরা যদি ভাল ক্রিকেট খেলতে পারি তাহলে আমাদের পক্ষেও সিরিজ জয় সম্ভব। আর ওরাও জানে আমরা (বাংলাদেশ ‘এ’) ভাল দল। বাংলাদেশ ক্রিকেট এখন ভাল ক্রিকেট খেলছে। সবাই খুব ভাল পজিশনে আছে। এখানে আমরা দশজন টেস্ট খেলোয়াড় আছি। আমরাও ভাল ক্রিকেট খেলব।’ ভাল ক্রিকেট খেলতে চান ‘এ’ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুরেশ রায়নাও। তিনি জানিয়েছেন, ‘এটা ভাল যে তিনটি আন্তর্জাতিকমানের ম্যাচ হবে। আমাদের অনেক ভাল খেলতে হবে, একই সঙ্গে শৃঙ্খল থাকতে হবে। গত ১০-১৫ বছর ধরেই আমরা এটা করে চলেছি। হতে পারে এটা প্রস্তুতি ম্যাচ। কিন্তু আমরা তাদের (বাংলাদেশের) বিপক্ষে শেষ সিরিজে পরাজিত হয়েছি। তাই আমি মনে করি না, এটাকে প্রস্তুতি ম্যাচ বলা চলে। তবে একথা ঠিক যে গত কয়েক সিরিজ ধরে ভারত ‘এ’ দলও অনেক ভাল করছে। বাংলাদেশ সিরিজের পর আমরা তেমন একটা ম্যাচ খেলিনি। প্রস্তুতির জন্য ক্লাব ক্রিকেট খেলেছি। তাই এটা অনেক বড় একটা সুযোগ, আমি নিজেও কঠোর অনুশীলন করছি এবং দারুণ এই সিরিজের জন্য প্রস্তুত হচ্ছি।’ আজই এ সিরিজ শুরু হয়ে যাচ্ছে।
×