ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অকারণে দর বাড়ছে সোনারগাঁও টেক্সটাইলের

প্রকাশিত: ০৫:৩০, ১৬ সেপ্টেম্বর ২০১৫

অকারণে দর বাড়ছে সোনারগাঁও টেক্সটাইলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই বলে জানিয়েছেন কোম্পানিটি। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে সোমবার ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনরকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। দেখা গেছে, গত ৭ কার্যদিবসের মাত্র ১ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে হয় ৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১ টাকা ৪০ পয়সা বা ১৬ দশমিক ৪৭ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। -অর্থনৈতিক রিপোর্টার সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করবে জাহিন স্পিনিং পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং লিমিটেড জাহিন পলিমার লিমিটেড নামে একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জাহিন পলিমার নামে গঠিত সাবসিডিয়ারি কোম্পানির অনুমোদিত মূলধন হবে ১ কোটি টাকা। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা এবং শেয়ারের সংখ্যা হবে ১০ লাখ টাকা। জাহিন স্পিনিং গঠিত সাবসিডিয়ারি কোম্পানির ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। ডিএসই সূত্রে আরও জানা গেছে, সাবসিডিয়ারি কোম্পানির প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ২০ কোটি টাকা, বার্ষিক টার্ন ওভার হবে ২৭ কোটি টাকা এবং কর পরবর্তী আয় হবে ৮ কোটি ২৩ লাখ টাকা। এর ফলে বছর শেষে জাহিন স্পিনিংয়ের মুনাফা ৪ কোটি ২০ লাখ টাকা বাড়বে বলে আশা করছে জাহিন স্পিনিং। -অর্থনৈতিক রিপোর্টার
×