ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

প্রকাশিত: ০৪:৩২, ১৫ সেপ্টেম্বর ২০১৫

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০

পাকিস্তানের মুলতান শহরের বাস স্টেশনের পাশের একটি অটোরিক্সা স্ট্যান্ডে এক বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০ জন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় ওই স্ট্যান্ডটিতে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। খবর ডন অনলাইনের। মুলতানের বেহারি রোডের এই বিস্ফোরণে আরও ৫৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তা ডাঃ কালিম। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। মুলতানের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আজহার আকরাম জানিয়েছেন, একটি অটোরিক্সার সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষের পর বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। মোটরসাইকেলে বোমাটি বাঁধা ছিল বলে মনে হচ্ছে, বলেন তিনি। পুলিশ ঘটনাস্থল থেকে বেয়ারিংয়ের বল উদ্ধার করেছে। অপর কর্মকর্তা ডিসিও জাহিদ সালিম জানিয়েছেন, মোটরসাইকেল চালক বিস্ফোরক বহন করছিলেন। অটোরিক্সার সঙ্গে সংঘর্ষের কারণে ওই বিস্ফোরক বিস্ফোরিত হয়ে যায়। তবে তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করেন এই দুই কর্মকর্তা। প্রাথমিক প্রতিবেদনে অটোরিক্সার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে ঘটনার জন্য দায়ী করা হয়েছিল। বিস্ফোরণে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সাত-আটটি অটোরিক্সা বিধ্বস্ত হয়েছে। মুলতানে কয়েক হাজার মাদ্রাসা আছে। এর মধ্যে কয়েকটি স্থানীয় আল কায়েদা জঙ্গীগোষ্ঠীর পরিচালিত। বিস্ফোরণে হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিপাকে এ্যাপল আইপ্যাড প্রোর ফটো এডিটিং ক্ষমতা দেখানোর জন্য এক নারী মডেলের অভিব্যক্তিহীন ছবি এডিট করে হাসি বসিয়ে দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে এ্যাপল। ৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ও লাইভস্ট্রিমের দর্শকরা এ্যাপল ও এ্যাডোবির লিঙ্গবৈষম্যমূলক আচরণের কঠোর সমালোচনা করে একের পর এক টুইট করে।- সিএনএন অস্ত্রোপচারে হীরা উদ্ধার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চোর সন্দেহে আটক এক চীনা নারীর অন্ত্রে অস্ত্রোপচার করে তিন লাখ ডলারের একটি হীরা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দামি অলঙ্কারের একটি প্রদর্শনী থেকে ছয় ক্যারাটের হীরাটি চুরি করে তা পাচারের উদ্দেশে ওই নারী তা গিলে ফেলে। তাকে ও তার পুরুষ সহযাত্রীকে ব্যাঙ্ককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। সে চুরির কথা অস্বীকার করলেও এক্স-রেতে দেখা যায় হীরাটি তার পাকস্থলী পেরিয়ে অন্ত্রের ভেতর রয়েছে। -বিবিসি
×