ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সীমান্তে কড়াকড়ি জার্মানি, অষ্ট্রিয়া এবং চেক রিপাবলিকের

প্রকাশিত: ১৮:২৭, ১৪ সেপ্টেম্বর ২০১৫

সীমান্তে কড়াকড়ি জার্মানি, অষ্ট্রিয়া এবং চেক রিপাবলিকের

অনলাইন ডেস্ক॥ গত সপ্তাহে জার্মানিতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশের পর সীমান্তে কড়াকড়ি আরোপ করছে জার্মানি, অষ্ট্রিয়া এবং চেক রিপাবলিক। জার্মানি-অষ্ট্রিয়া সীমান্তে আসা শরণার্থীদের পরিচয়পত্র যাচাই করার নির্দেশ দেয়া হয়েছে সেখানকার কর্মকর্তাদের। সেই সাথে জার্মানি ও অষ্ট্রিয়ার মধ্যকার রেল যোগাযোগ একদিন বন্ধ রাখা হয়েছে। যদিও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ ব্যবস্থা সাময়িক। চেক রিপাবলিক বলেছে, অস্ট্রিয়ার সঙ্গে তাদের যে সীমান্ত রয়েছে সেখানে নজরদারী বাড়ানো হবে। জার্মানিতে যত শরণার্থী আসছে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ চেক রিপাবলিক-এর দেয়া বিকল্প পথ ধরেই এসেছে। কড়াকড়ি আরোপের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। শরণার্থীদের সমস্যা নিয়ে সোমবার ইইউ-এর স্বরাষ্ট্রমন্ত্রীদের যে বৈঠক বসার কথা রয়েছে সেখানে ফলপ্রসূ আলাপের জন্য তাগিদ দিয়েছে সংস্থাটি। এদিকে, জরুরি ভিত্তিতে সিরিয়ায় শান্তিরক্ষী মোতায়েন করার জন্য জাতিসংঘের কাছে অনুরোধ করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন। সংস্থাটি বলছে, শান্তিরক্ষী মোতায়েন হলে সিরিয়ার পরিস্থিতি শান্ত এবং শরণার্থী সমস্যার কিছুটা সুরাহা হতে পারে। এদিকে, এই মুহূর্তে শরণার্থীদের খাদ্য ও অন্যান্য সাহায্যের চেয়ে নগদ অর্থ বেশি প্রয়োজন বলে মত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ভিত্তিক দুটি মুক্ত উন্নয়ন সংস্থা। এই মূহুর্তে শরণার্থীরা যেসব সাহায্য পাচ্ছে, তার মধ্যে মাত্র ছয় শতাংশ অর্থ সাহায্য। সূত্র: বিবিসি বাংলা
×