ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশের বাধা, আহত ১০

প্রকাশিত: ০৮:৩৪, ১৪ সেপ্টেম্বর ২০১৫

গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশের বাধা, আহত ১০

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত, জ্বালানি এবং পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা বিরোধে জড়িয়ে পড়লে অন্তত ১০ জন আহত হন। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সংগঠনটি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, গ্যাস বিদ্যুতের মূল্য মূল্য বাড়িয়ে সরকার জনগণের ওপর নতুন দুর্ভোগ চাপিয়ে দিয়েছে। বাস-সিএনজি অটোরিক্সার ভাড়া বাড়িয়ে কষ্টে থাকা মানুষকে তারা দুর্গতির মধ্যে ঠেলে দিয়েছে। এর ফলে স্বল্প আয়ের সাধারণ মানুষের জীবনে হঠাৎ করে প্রচ- চাপে পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে দিশেহারা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ইতোমধ্যে অনেক বৃদ্ধি পেয়েছে। সমাবেশে অন্যান্যের মধ্যে বাম মোর্চার সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের কেন্দ্রীয় নেতা মানস নন্দি, ইউসিএলের কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান ও গণসংহতি আন্দোলনের নেতা মনিরুদ্দীন পাপ্পু। প্রেসক্লাবের সম্মুখে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন হয়ে সচিবালয় সম্মুখে পুলিশী বাধার সম্মুখীন হয়। পুলিশী তৎপরতায় মোর্চার কর্মী আবুল কালাম আজাদ, কামালউদ্দিন, অনিমেষ চক্রবর্তী, কিশোর কুমার সরকার ও জ্যোতির্ময়সহ ১০ জন আহত হয়েছেন।
×