ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে সুদখোরের হুমকিতে ভাস্কর্য শিল্পীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বাগেরহাটে সুদখোরের হুমকিতে ভাস্কর্য শিল্পীর  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের চিতলমারীতে সুদেকারবারিদের অত্যাচার ও হুমকির মুখে রবিবার দুপুরে রামকৃষ্ণ মালাকার (৫৫) নামে ভাস্কর্য শিল্পী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার কালশিরা গ্রামের হরিপদ মালাকারের ছেলে অজয় মালাকার বছর খানেক আগে ক্যান্সারে আক্রান্ত হন। তখন এক পর্যায়ে নিরুপায় হয়ে চিকিৎসার জন্য এলাকার সুদেকারবারিদের কাছ থেকে সুদে টাকা আনেন। এ অবস্থায় তিনি ভারতে চিকিৎসা নিতে গেলে এসব সুদেকারবারিরা তার বড় ভাই রামকৃষ্ণ মালাকারের উপর টাকার জন্য চাপ দেয়। তিনি বাড়ির বাস্তুভিটা বাদে সমস্ত জমি-জায়গা বিক্রি করে ভাইয়ের দেনা পরিশোধ করলেও এসব লোকজন আরও টাকা দাবি করে। এ টাকার জন্য বাস্তুভিটা লিখে দিতে চাপ দেয় তারা। নইলে তাকে ভয়-ভীতি প্রদর্শনসহ বাড়ি থেকে তুলে নেয়ার হুমকি দেয়। হুমকির মুখে রবিবার দুপুরে ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে রামকৃষ্ণ মালাকার আত্মহত্যা করেন। বাড়ির লোকজন ঘরের আড়ায় তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
×