ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত ॥ শিক্ষকদের কর্মবিরতি

প্রকাশিত: ০৫:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

কলাপাড়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত ॥ শিক্ষকদের  কর্মবিরতি

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৩ সেপ্টেম্বর ॥ ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সিমলাইকে তার কক্ষে আটকে মারধর ও লাঞ্ছিত করা হয়েছে। শনিবার রাতে আহত শিক্ষককে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। বিধান চন্দ্রের অভিযোগ, ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মনিরুজ্জামান শানু, দেলোয়ার হোসেন, আবুল বশার, ওহাব মিয়াসহ ৬Ñ৭ জন শনিবার দুপুরে তার কক্ষে প্রবেশ করে শিক্ষক নিয়োগসংক্রান্ত ঘটনায় বিপুল অঙ্কের টাকা দাবি করেন। এ টাকা না দেয়ায় ভিতর থেকে কক্ষের দরজা আটকে তাকে মারধর করা হয়। পরবর্তীতে অন্যান্য শিক্ষকরা গিয়ে তাকে উদ্ধার করেন। আহত শিক্ষক আরও জানান, প্রধান শিক্ষক হিসেবে তিনি নিয়োগ পাওয়ার পর থেকেই এরা তার কাছেও টাকা দাবি করে আসছিল। এদিকে শিক্ষকের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে রবিবার সকাল থেকে ফরিদগঞ্জ বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এ ব্যাপারে অভিযুক্ত মনিরুজ্জামান শানুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
×