ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটে নৌসভায় রাতারগুল বন রক্ষার তাগিদ

প্রকাশিত: ০৫:১৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

সিলেটে নৌসভায় রাতারগুল বন রক্ষার তাগিদ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ দেশের বিরল জলারবন ‘রাতারগুল’ বাঁচাতে সরকারকে যুগোপযোগী বিজ্ঞানসম্মত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিলেন বিশিষ্টজনেরা। রাতারগুল বন রক্ষার নামে বন বিভাগের বিভিন্ন প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবিও করেন তারা। শনিবার বিকেলে সিলেটের রাতারগুল গ্রামসংলগ্ন রাতারগুল জলারবন পরিদর্শন শেষে আয়োজিত নৌ-সভায় এমন দাবি জানান বক্তারা। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে এবং ভূমিসন্তান বাংলাদেশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় অভিনব এ নৌ-সভার আয়োজন করা হয়। রাতারগুল বনসংলগ্ন জলাভূমিতে আয়োজিত এই নৌ-সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. কাজী খলিকুজ্জামান বলেন, বন্যপ্রাণীর অভয়ারণ্য প্রতিষ্ঠার নামে বন বিভাগ রাতারগুল ধ্বংস করার পাঁয়তারা করছে। বিশেষজ্ঞদের মতামত না নিয়ে বন বিভাগের এমন কাজের কঠোর সমালোচনা করেন তিনি। নৌ-সভায় বক্তব্য রাখেন, বাপার সহসভাপতি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, খুশি কবীর, রেজওয়ানা হাসান, ড. নারায়ণ সাহা, ড. নাজিয়া চৌধুরী, ড. এম মজিদ, এ্যাডভোকেট এমাদ উল্লাহ শাহিদুল ইসলাম শাহিন, শরীফ জামিল, আব্দুল করিম কিম, আব্দুল হাকিম, আশরাফুল কবীর, সোহেল আহমদ।
×