ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় জুটমিল শ্রমিকদের লাঠি মিছিল

প্রকাশিত: ০৫:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৫

খুলনায় জুটমিল  শ্রমিকদের লাঠি  মিছিল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের ৭ রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা লাঠি মিছিল ও সমাবেশ করেছেন। রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ৫ দিনের কর্মসূচীর ১ম দিনে রবিবার সকালে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। জানা গেছে, খালিশপুরের প্লাটিনাম ও ক্রিসেন্ট এবং দীঘলিয়ার স্টার জুট মিলের শ্রমিকরা রবিবার সকালে পৃথকভাবে মিছিল করে খালিশপুরের পিপলস গোলচত্বর এলাকায় সমবেত হন। পরে তারা একত্রিত হয়ে মিছিল বের করেন। মিছিলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন, পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাহ আলম, শ্রমিক নেতা মোঃ মোল্লা, আঃ রশিদ, মোঃ খলিলুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।
×