ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল হিসাবরক্ষণ অফিস পরিদর্শনে মহাহিসাব নিয়ন্ত্রক

প্রকাশিত: ০৫:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৫

টাঙ্গাইল হিসাবরক্ষণ  অফিস পরিদর্শনে  মহাহিসাব নিয়ন্ত্রক

স্টাফ রিপোর্টার ॥ মহাহিসাব নিয়ন্ত্রক আবুল কাশেম এবং বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টস শেখ কামরুল হাসান বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা হিসাব রক্ষণ অফিস পরিদর্শন করেন। তারা প্রধানমন্ত্রী শেষ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর আলোকপাত করেন। তারা জেলা কার্যালয়ের বিভিন্ন দিক প্রত্যক্ষ করেন। মহাহিসাব নিয়ন্ত্রক বিভিন্ন অফিস এবং অবসরভোগীদের সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ-আলোচনা করেন ও মাসিক ভাতা গ্রহণে কোন প্রকার সমস্যা হয় কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেন। তিনি অবসরভোগীদের সুবিধার্থে বসার স্থানে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা করার নির্দেশ দেন। মহাহিসাব নিয়ন্ত্রক ও বিভাগীয় কন্ট্রোলার অব একাউন্টস সেবার মান উন্নয়ন ও দ্রুতগতিতে তা পৌঁছে দেয়া এবং পরিস্কার পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় জেলা হিসাব রক্ষণ অফিসার আ. ম. হোসাইন সহিদ, সুপার প্রকাশ চন্দ্র দাম অডিটর সৈয়দা রিজিয়া সুলতানাসহ সকল অডিটর ও মুদ্রাক্ষরিক অফিস সহায়কগণ উপস্থিত ছিলেন।
×