ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফোক গানে ইবরার টিপু

প্রকাশিত: ০৫:০৯, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ফোক গানে ইবরার টিপু

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী ইবরার টিপু। তিনি সব চমক দিতে পছন্দ করেন। তার সঙ্গীত ক্যারিয়ারে বেশিরভাগই তিনি শ্রোতাদের ব্যতিক্রমী সব কাজ উপহার দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আধুনিক গানের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মৌলিক ফোক গানের এ্যালবাম তৈরি করছেন। বর্তমানে এই এ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইবরার টিপু জানিয়েছেন এ্যালবামের সব গানের কথা লিখেছেন লন্ডন প্রবাসী বাঙালী সৈয়দ দুলাল। মোট দশটি গান দিয়ে এ্যালবামটি সাজানো হয়েছে। ইবরার টিপু ছাড়াও এতে গান গেয়েছেন এ্যান্ড্রু কিশোর, রিজিয়া পারভীন, পলাশ, বিন্দু কণা ও রিংকু। ‘বাঁচি কিবা বাঁচিগো’ শিরোনামে গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এ্যালবামের সব গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন তিনি নিজেই। আর এই এ্যালবামে গান গাওয়ার মাধ্যমেই ক্যারিয়ারে প্রথমবারের মতো মৌলিক ফোক গান গাইলেন ইবরার টিপু। এ প্রসঙ্গে ইবরার টিপু বলেন, কাজের প্রয়োজনে ফোক গানে গাইড দিতে হয়। গাইড শুনে অনেকেই বলেন, আপনার ফোক গান গাওয়া উচিত। ফোক আমাকে অনেক টানে যদিও আমি আধুনিক মিউজিক করি। আমার বিশ্বাস এ্যালবামের গানগুলো সবার ভাল লাগবে। এদিকে ইবরার টিপু মেহেদী হাসানের গজল নিয়ে একটি এ্যালবামের কাজ করছেন। গজলগুলো গাইবেন কণ্ঠশিল্পী মুরাদ। এছাড়া একটি চলচ্চিত্রের জন্য গানের পাশাপাশি বেশকিছু শিল্পীর একক এ্যালবামের গান তৈরি করছেন এই শিল্পী।
×