ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইজিসিসিতে শম্পা দাশের গানে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৫:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫

আইজিসিসিতে শম্পা দাশের গানে মুগ্ধ শ্রোতা

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী শম্পা দাশের গানে মুগ্ধ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের শ্রোতা। নজরুল সঙ্গীতের অমিয়ধারায় সিক্ত হলেন সবাই। শনিবার শিল্পীর একক নজরুল সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ঢাকার ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। ‘নাই চাহিলে আমার তুমি’ গানের মধ্য দিয়ে শুরু হয় পরিবেশনা। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা অনুষ্ঠানে শিল্পী একের পর এক পরিবেশন করেন ‘হে নামাজী আমার ঘরে’, ‘ব্রজগোপী খেলে হরি’, ‘ভুলি কেমনে’, ‘গুলবাগিচায় বুলবুলি আমি’, ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’, ‘বকুল চম্পার বনে কে গো’, ‘যমুনা সিনানে চলে’, ‘আমি যেদিন রইব না গো’, ‘প্রিয় যাই বলো না’সহ নজরুলের বেশকিছু জনপ্রিয় গান। শিল্পীকে যন্ত্রানুসঙ্গে সাহায্য করেন তবলায় পল্লব সন্যাল, গিটারে শাকিল মোহাম্মদ দীপন, কিবোর্ডে রূপতনু দাসশর্মা, অক্টোপ্যাডে আলমগীর ও বাঁশিতে ছিলেন কামরুল আহমেদ। শিল্পী শম্পা দাশ একাধারে একজন নজরুলসঙ্গীত শিল্পী ও গবেষক। তিনি সম্প্রতি কাজী নজরুল ইসলামের নাটক ও সোসাল ওয়ার্ক নিয়ে পিইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ‘উইমেন পারসোনালিটি এ্যাওয়ার্ড’ লাভ করেন। সাপ্তাহিক কাগজ ও কলম থেকে ২০০৯ সালে ‘বিশেষ জুরি সম্মাননা পদক’ বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ থেকে ২০০৯ সালে ‘জাতীয় কবি নজরুল এ্যাওয়ার্ড’ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ২০০১ সালে ‘নজরুল সঙ্গীত সম্মাননা পদক’ অর্জন করেন। শিল্পী শম্পা দাশ ‘একি মধু শ্যাম বিরহে’ ও ‘যুগ স্রোষ্টা নজরুল’ নামে দুটি বই লেখেন। তিনি নিয়মিত বেতার ও টেলিভিশনে নজরুল সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া ২০১১ সালে জি সিরিজ থেকে ‘কোথায় ঘনশ্যাম’ নামে নজরুল সঙ্গীতে তাঁর একটি একক এ্যালবাম বের হয়।
×