ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ভালবাসতে মন লাগে’ চলচ্চিত্রের অডিও এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:০৮, ১৪ সেপ্টেম্বর ২০১৫

‘ভালবাসতে মন লাগে’ চলচ্চিত্রের অডিও এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় খেলা কাবাডি নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ভালবাসতে মন লাগে’। ইতোমধ্যে চলচ্চিত্রটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। অচিরেই সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র। এ উপলক্ষে রাজধানীর ইস্কাটনের একটি রেস্টুরেন্টে শনিবার এক মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্রটির পরিচালক কালাম কায়সার। এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক মুকুল রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারোয়ার আলী ভূঁইয়া দিপু, দিল নুর আহমেদ দিলু। আরও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী রূপম, ফিরোজ প্লাবন, অভিনেতা হৃদয় চৌধুরী, অভিনেত্রী নির্জনা প্রমুখ। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি চলচ্চিত্রটির প্রমো প্রদর্শন করা হয়। এছাড়া অনুষ্ঠানে চলচ্চিত্রটির অডিও এ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এদিকে ‘ভালবাসতে মন লাগে’ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত হৃদয় চৌধুরী ও চিত্রনায়িকা নির্জনা। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আসিফ ইকবাল, পূজা রায়, গুলশান আরা বেগম, সীমান্ত প্রমুখ। চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, ন্যানসি, বেবী নাজনীন, কোনাল ও রূপম। সঙ্গীতায়োজন করেছেন ফিরোজ প্লাবন। অন্যদিকে চলচ্চিত্রের টাইটেল গান ‘ভালবাসতে মন লাগে’তে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ন্যান্সি ও রূপম। চলচ্চিত্রটির মুক্তি প্রসঙ্গে পরিচালক কালাম কায়সার বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার পরপরই মুক্তির প্রক্রিয়া শুরু করেছি। আশা করছি কাবাডি খেলানির্ভর এই চলচ্চিত্রটি দর্শকদের ভাল লাগবে। কাবাডি খেলা কেন্দ্রিক চলচ্চিত্র ‘ভালবাসতে মন লাগে’ নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন। চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী অভিনেতা হৃদয় চৌধুরী ও অভিনেত্রী নির্জনাসহ অন্যরা।
×