ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে দেশ

প্রকাশিত: ০৫:০৭, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে দেশ

বৈশ্বিক প্রেক্ষাপট অনুযায়ী শিল্প কারখানার ভবন নির্মাণে আধুনিক প্রযুক্তি আর সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণে এখনও পিছিয়ে বাংলাদেশ। আর তাই, দেশীয় শিল্প উদ্যোক্তাদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজেদের পণ্যসামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যে দেশী বিদেশী ৫২টি কোম্পানি অংশ নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং টেকনোলজি ইনোভেশন সামিটে। সম্মেলনে আসা দর্শনার্থীরাও বলছেন, টেকসই উন্নয়নের সুফল পেতে পরিবেশবান্ধব শিল্পকারখানা নির্মাণে আধুনিক প্রযুক্তি সংযোজনের কোন বিকল্প নেই। প্রদর্শনীতে স্বয়ংক্রিয় ব্যবস্থায় ইট বানানোর মেশিন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর জন্য দরকারি সব প্রযুক্তি পণ্য নিয়ে হাজির ছিল আয়োজকরা। যেখানে ইনোভেটিভ অটোমেশন, ফায়ার সেফটি, গ্রিন বিল্ডিং তৈরি, জ্বালানি ব্যবস্থাপনার বিষয়েও বিস্তারিত ধারণা নিয়েছেন দর্শনার্থীরা। - অর্থনৈতিক রিপোর্টার
×