ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে পাট রফতানি বন্ধে বিপাকে রফতানিকারকরা

প্রকাশিত: ০৫:০৫, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ভারতে পাট রফতানি বন্ধে বিপাকে  রফতানিকারকরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ হঠাৎ বাংলাদেশ থেকে পাট ও পাটপণ্য আমদানি বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে রফতানিকারকরা। এ ব্যাপারে তারা পাট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। রবিবার বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের (বিজেএ) এক বিৃবতিতে বলা হয়, ভারত সরকার গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে কাঁচা পাট ও পাটজাতপণ্য আমদানির ক্ষেত্রে অত্যন্ত আকস্মিক এবং অপ্রত্যাশিতভাবে একটি সার্কুলার জারি করেছে, তাতে বাংলাদেশের কাঁচা পাট রফতানির গতি অত্যন্ত মন্থর হয়ে গেছে। কাঁচা পাট এবং পাটজাতপণ্য রফতানিকারকগণ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশী কাঁচাপাট ও পাটজাতপণ্য বোঝাই শতাধিক ট্রাক ভারতে প্রবেশের জন্য বেনাপোল ও অন্যান্য স্থলবন্দরে অপেক্ষমাণ। বিবৃতিতে আরও বলা হয়, আসন্ন ঈদ উপলক্ষে দেশের বিরাজমান কাঁচাপাট ও পাটপণ্যের বাজারে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা পাট চাষী ও পাট ব্যবসায়ীদের জন্য বিরাট আঘাত। ইতোমধ্যে দেশের উৎপাদিত কাঁচাপাটের ৪০ শতাংশ বাজারজাত হয়েছে। অবশিষ্ট কাঁচাপাট বাজারজাতকরণের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, তা জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে এবং পাট চাষীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন।
×