ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে গবেষণাবিষয়ক দু’দিনব্যাপী কর্মশালা

প্রকাশিত: ০৫:০৩, ১৪ সেপ্টেম্বর ২০১৫

ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে গবেষণাবিষয়ক দু’দিনব্যাপী  কর্মশালা

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী ‘একাডেমিক রাইটিং, পাবলিকেশন এ্যান্ড রিসার্চ মেথড’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র (সিআরটি) এই কর্মশালার আয়োজন করে। সিআরটির চেয়ারপার্সন ও ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ডক্টর রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা বেশি বেশি মান সম্পন্ন গবেষণার মাধ্যমে দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মৌলিক জ্ঞান সৃষ্টি ও তা ছড়িয়ে দেবার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি। অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদ বিতরণ করা হয়। Ñ বিজ্ঞপ্তি
×