ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিডিসির শেয়ার বিক্রি ও হস্তান্তর

প্রকাশিত: ০৫:০০, ১৪ সেপ্টেম্বর ২০১৫

আইপিডিসির শেয়ার বিক্রি ও হস্তান্তর

ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন এ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) মেজরিটি শেয়ারহোল্ডার আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এসএ (একেএফইডি) শেয়ার বিক্রি ও হন্তান্তরে ৩ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। কোম্পানিটি এ চুক্তি করে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, কোম্পানি ৩টি হচ্ছে- ব্র্যাক, আয়েশা ফাউন্ডেশন ও আরএসএ ক্যাপিটাল লিমিটেড। এদের কাছে থাকা আইপিডিসির ৬ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৬৩৪টি শেয়ারের মধ্যে ৫ কোটি ৫ লাখ ১৯০টি শেয়ার বিক্রি ও হস্তান্তর করবে আগা খান ফান্ড। বাংলাদেশের প্রচলিত আইন ও নিয়ন্ত্রক সংস্থাসমূহের অনুমোদনসাপেক্ষে শেয়ার বিক্রয় করা হবে। তবে শেয়ারের দর বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোন কিছু জানানো হয়নি। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×