ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লা লিগায় তৃতীয় ম্যাচেও বার্সার জয়

প্রকাশিত: ২০:০০, ১৩ সেপ্টেম্বর ২০১৫

লা লিগায় তৃতীয় ম্যাচেও বার্সার জয়

স্পোর্টস ডেস্ক ॥ বার্সেলোনা লা লিগায় নিজেদের তৃতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে কাতালানরা। দলের হয়ে গোল করেন ব্রাজিল অধিনায়ক নেইমার এবং আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা-আক্রমণে ম্যাচ গড়ালেও দুই দলের কোন দলই গোলের দেখা পায়নি। ম্যাচের ১৫ মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে ক্রোয়িশিয়ান তারকা রেকিটিক শট নিলে স্বাগতিক গোলরক্ষক ও’ব্লাক তা রুখে দেন। ১৭ মিনিটে অ্যাতলেতিকোর সামনে গোলের দরজা খুলে যেতো যদি না তোরেস সুযোগ নষ্ট না করতেন আর গ্রিজম্যান অফসাইটের ফাঁদে পা না দিতেন। বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে লিড নেয় অ্যাতলেতিকো। স্বাগতিকদের হয়ে গোল করেন তোরেস। লিভারপুলের সাবেক এ তারকা থিয়াগোর অ্যাসিস্ট থেকে বার্সার জালে বল জড়িয়ে দেন। খেলার ৫৫ মিনিটের মাথায় নেইমার দলকে সমতায় ফেরান। ৬০ মিনিটে রেকিটিকের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। লিভারপুলের আরেক সাবেক তারকা লুইস সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। ৭৭ মিনিটে মেসির গোলে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
×