ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে আজ খুলছে ভারতীয় ভিসা সেন্টার

প্রকাশিত: ০৬:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৫

রংপুরে আজ খুলছে ভারতীয় ভিসা সেন্টার

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুর অঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষিত ভারতীয় ভিসা এ্যাপ্লিকেশন সেন্টার ও স্ট্রেট ব্যাংক অব ইন্ডিয়ার রংপুর শাখার কার্যক্রম চালু হচ্ছে আজ। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বেলা সাড়ে ১১টায় বরিশাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কেন্দ্রসহ বরিশাল ও ময়মনসিংহের কার্যক্রম উদ্বোধন করবেন। রংপুরের এই সেন্টার চালু হলে ভারতীয় ভিসা পাওয়া নিয়ে রংপুর বিভাগের ৮ জেলার মানুষের মাঝে এতদিন ধরে চলে আসা দুর্ভোগের অবসান হবে। চিকিৎসা, ব্যবসা, পড়ালেখা আর ভ্রমণের সবকিছুর জন্য ভারত বাংলাদেশের অপরিহার্য বন্ধু প্রতীম প্রতিবেশী রাষ্ট্র। আর এই ভারতের ভিসা পাওয়া যেন এতদিন ছিল ‘সোনার হরিণ’। এতদিন এই ভিসার জন্য যেতে হতো রাজশাহী। তবু একদিনে হতো না। যেতে হতো কমপক্ষে তিন থেকে চারদিন। সকাল থেকে বিকেল অবধি দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কখনও কখনও মিলত না সিরিয়াল। এসবের জন্য একদিকে যেমন নষ্ট হতো সময় অন্যদিকে প্রতিটি ভিসার জন্য ব্যয় চার থেকে সাড়ে হাজার টাকা।
×