ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নওগাঁয় অপহরণের হোতা আটক ॥ উদ্ধার হয়নি ভিকটিম

প্রকাশিত: ০৬:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৫

নওগাঁয় অপহরণের হোতা আটক ॥ উদ্ধার হয়নি ভিকটিম

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ সেপ্টেম্বর ॥ নওগাঁ পৌর এলাকার খিদিরপুর মহল্লার সংখ্যালঘু নাবালিকা রূপা মজুমদার (১১) অপহরণের সাতদিন অতিবাহিত হলেও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। তবে অপহরণের মূল হোতা মামলার প্রধান আসামি রহমত আলীকে শুক্রবার রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার চরকিস্তাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। শনিবার গ্রেফতারকৃত অপহরণকারী রহমত আলীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নয়ন কুমার কর নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা গেছে, খিদিরপুর হিন্দুপাড়ায় অবস্থিত রুবেল পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী রুবেলের সহযোগিতায় তার ফার্মের কর্মচারী রহমত আলী ও তার ভাই নূরুল আলী গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওই মহল্লার মৃত পরিতোষ মজুমদারের মেয়ে রূপা মজুমদারকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে ৮ সেপ্টেম্বর রূপার মা কাজলী মজুমদার বাদী হয়ে উপরোক্ত ৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। এ ব্যাপারে অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমকে উদ্ধারের ব্যাপারে পুলিশী জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
×