ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে শীতলক্ষ্যা বাঁচাতে চিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৬:১০, ১৩ সেপ্টেম্বর ২০১৫

রূপগঞ্জে শীতলক্ষ্যা বাঁচাতে চিত্র প্রদর্শনী

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১২ সেপ্টেম্বর ॥ রূপগঞ্জে ‘বাঁচাও নদী শীতলক্ষ্যা’ শীর্ষক আলোচনা সভা ও ৩ দিনব্যপী আলোকচিত্র প্রদর্শনী শুরু করা হয়েছে। শনিবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলার এখলাছনগর এলাকার হাজী এখলাছ উদ্দিন ভুইয়া স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে এ আলোকচিত্র প্রদর্শন শুরু করা হয়। আলোকচিত্র প্রদর্শনের উদ্বোধন করেন, হাজী নুরুদ্দিন আহমেদ হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারপার্সন মিসেস হাসিনা গাজী। মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট কলামিস্ট ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। লায়ন মোজাম্মেল হক ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসনে আরা বাবলী, হালিম আজাদ, ড. ইসমাইল হোসেন (কচি), এইচআর এজিএম তারেক হাবিব, জাহানারা হোসেন (রোজি), ফেরদৌসি আলম নিলা, মহসিন ভুইয়া প্রমুখ। এতে নদী দখল ও দূষণ নিয়ে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে ফোজিত শেখ বাবুর তোলা ৬০টি আলোকচিত্র স্থান পেয়েছে।
×